হোম > অপরাধ

৪৫ কোটি টাকার সরকারি জমি দখলচেষ্টার অভিযোগ

অরূপ রায়, সাভার

ঢাকার সাভার বাজার বাসস্ট্যান্ডের অদূরে মডেল মসজিদের পাশে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের আড়াই একর সরকারি জমি দখলের চেষ্টা চালাচ্ছে কতিপয় প্রভাবশালী। তাঁরা ওই জমি নিজেদের দাবি করে গত মঙ্গলবার সেখানে সাইনবোর্ড টাঙিয়ে কাঁটাতারের বেড়া দেয়। পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সাইনবোর্ড ও কাঁটাতার জব্দ করে নিয়ে যায়।

সাভার উপজেলা ভূমি কার্যালয় ও রাজালাখ হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদের কার্যালয় সূত্রে জানা গেছে, ছোট বলিমেহের মৌজার ৯ একর ২৪ শতাংশ ভূমি ১৯৭১ সালে সাভার হর্টিকালচার সেন্টারকে লিজ দেওয়া হয়। এর মধ্যে ২ একর ৬৫ শতাংশ ভূমি ছিল জলাশয়। বছর দেড়েক আগে যা ভরাট করে একপাশে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। জলাশয়ের অবশিষ্ট ২ একর ২২ শতাংশ জমিতে কয়েক দিন আগে জমির মালিকানা দাবি করে খানকা শরিফের পক্ষে আব্দুল কাদের ও ফিরোজ মিয়ার নামে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

গত মঙ্গলবার সকালে কতিপয় ব্যক্তি কাঁটাতারের বেড়া দিয়ে ওই ভূমি দখলের চেষ্টা চালান। এ সময় পৌর এলাকার ইমান্দিপুরের আব্দুর রশীদ নামে এক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তাঁর নেতৃত্বে শ্রমিকেরা বেড়া দিচ্ছিলেন। পরে খবর পেয়ে ওই দিনই সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড ও কাঁটাতারের বেড়া জব্দ করে নিয়ে যান।

জানতে চাইলে আব্দুর রশীদ বলেন, ‘এই জমির মালিক আমার পূর্বপুরুষেরা। ভুল করে তা সরকারি জমি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। তাই কাঁটাতারের বেড়া দিয়ে জমির দখল নিচ্ছি।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন জলাশয়ের জায়গাটি উন্মুক্ত ছিল। কয়েক বছর ধরে পৌরসভার আবর্জনা ফেলে তা ভরাট করা হয়। এরপর থেকে ওই জমি দখলের পাঁয়তারা চলছে।

সাভার রাজালাখ হর্টিকালচারের দায়িত্বে থাকা উপপরিচালক এম এম এ সালাম বলেন, ‘জলাশয় টুকো যত দিন আমাদের দখলে ছিল তত দিন কেউ ভরাট বা দখল করতে আসেনি। মসজিদ নির্মাণের পর থেকে একটি মহল তা দখলের চেষ্টা চালাচ্ছে।’

জানতে চাইলে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন বলেন, মডেল মসজিদের পাশে পড়ে থাকা ২ একর ২২ শতাংশ জমির মালিক সরকার। ওই জমি দখলের চেষ্টার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন আরও বলেন, মডেল মসজিদের পাশে সাভার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে নির্মাণকাজ শুরু হবে। 

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ