হোম > অপরাধ

ওসমানীনগরে মক ভোটে সম্মানীর টাকা আত্মসাৎ

সিলেট সংবাদদাতা

ওসমানীনগরে কয়েকজন রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মক (অনুশীলনমূলক) ভোটে অংশ নেওয়ার সম্মানীর টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। দুই শতাধিক সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ দেন। গত ৩১ জানুয়ারি এই উপজেলার ইউপিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অভিযোগপত্রে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গত ২৯ জানুয়ারি সব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার মক ভোটে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু কতিপয় প্রিসাইডিং কর্মকর্তা নামমাত্র কয়েকজন ছাড়া বাকিদের মক ভোটে অংশ নিতে নিষেধ করেন। এসব সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার নামে বরাদ্দ করা সম্মানীর কয়েক লাখ টাকা তাঁরা আত্মসাৎ করেন।

জানা গেছে, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদান পদ্ধতি শেখানোর জন্য প্রতিটি কেন্দ্রেই মক (অনুশীলনমূলক ভোট) নেওয়ার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। মক ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গত ২৯ জানুয়ারি মক ভোট অনুষ্ঠিত হয়। ওই মক ভোট অনুষ্ঠানে সব প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ওসমানীনগরে নির্বাচন কমিশনের নির্দেশনা মানেননি কিছু কর্মকর্তা।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘মক ভোটের আগের দিন আমি প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি আমাকে ডিউটিতে যেতে বারণ করেন।’

একই অভিযোগ করেন খাদিমপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক পোলিং কর্মকর্তা কামাল মিয়া বলেন, ‘আমাকেও মক ভোটের ডিউটিতে যেতে নিষেধ করেন তাজপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ করিম।’

জানতে চাইলে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু লায়েশ দুলাল মন্তব্য করতে রাজি হননি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ

জুয়া, প্রতারণায় জড়িত ৫০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব স্থগিত