হোম > অপরাধ

ভার্চ্যুয়াল রিয়্যালিটির জগতে কিশোরীকে গণধর্ষণ, মামলা নিয়ে বিপাকে পুলিশ

যুক্তরাজ্যে ভার্চ্যুয়াল রিয়্যালিটি গেমে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছে এক কিশোরী। ভুক্তভোগী ১৬ বছর বয়সী কিশোরীর দাবি, মেটাভার্সে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার অবতার বা ডিজিটাল চরিত্রকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে!

দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, কিশোরীটি ভার্চ্যুয়াল রিয়্যালিটি হেডসেট পরে একটি ত্রিমাত্রিক গেমে অংশ নেয়। ওই গেমে একদল ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে দাবি কিশোরীর। শারীরিকভাবে কোনো ধরনের আঘাত না পেলেও সে বাস্তবে ধর্ষণের শিকারের মতোই মানসিক আঘাত পেয়েছে বলে জানায় পুলিশ।

মামলাটি পুলিশের তদন্তে প্রথম ভার্চ্যুয়াল যৌন অপরাধ বলে ধারণা করা হচ্ছে।

এ মামলা সম্পর্কে অবহিত এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘কিশোরীটি একই মনস্তাত্ত্বিক আঘাত পেয়েছে যা একজন শারীরিকভাবে ধর্ষণের শিকার মানুষ পেয়ে থাকে। ধর্ষণের শিকার ভুক্তভোগীর ক্ষেত্রে শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত দীর্ঘস্থায়ী হয়।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এ ধরনের মামলা আইন প্রয়োগকারী সংস্থার জন্য বেশ চ্যালেঞ্জিং। কারণ, এ ধরনের পরিস্থিতির জন্য বর্তমানে কোনো আইন নেই।’

তবে এ ঘটনার সময় কিশোরীটি কোন গেম খেলছিল তা এখনো স্পষ্ট নয়।

এ মামলার কারণে পুলিশ ভার্চ্যুয়াল অপরাধগুলো তদন্তের আওতায় আনবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে বর্তমানে বিশাল সংখ্যক ধর্ষণ মামলাই তদন্তের অপেক্ষায় জমে রয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি ভার্চ্যুয়াল রিয়্যালিটি ধর্ষণ মামলাটির পক্ষ নিয়ে বলেছেন, কিশোরীটি যৌন আতঙ্কের শিকার হয়েছে।

ক্লেভারলি সাংবাদিকদের বলেন, ‘আমি জানি, বাস্তবে না ঘটার কারণে সহজেই এ মামলা খারিজ হয়ে যেতে পারে। তবে এ ধরনের ভার্চ্যুয়াল পরিবেশ তৈরির মূল বিষয়ই হলো এগুলো অবিশ্বাস্যভাবে বাস্তবিক।’

‘এটাও ভাবার বিষয়, যে ব্যক্তি ডিজিটালি কোনো কিশোরীকে এ ধরনের মানসিক আঘাত দিতে পারে, সে বাস্তব জগতেও অনেক ঘৃণ্য কাজ করতে পারে।’ যোগ করেন মন্ত্রী।

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ

জুয়া, প্রতারণায় জড়িত ৫০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব স্থগিত

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি