হোম > অপরাধ

অপরাধে জড়িয়ে বহিষ্কার হলেন যুবদলের ১৪ নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে যুবদলের ১৪ জন নেতার প্রাথমিক পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত নেতারা হলেন: 
ঢাকা মহানগর দক্ষিণ-গেন্ডারিয়া থানার সাবেক সভাপতি শফিকুল ইসলাম নয়ন; মাগুরা জেলার সদর উপজেলার সদস্যসচিব শাকিব মাহমুদ মানিক; চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি নাসিম চৌধুরী ও সহ সভাপতি জাহিদ হোসেন বাবু; নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা আহ্বায়ক বেলাল হোসেন সুমন; চাটখিল উপজেলা সদস্যসচিব বেলায়েত হোসেন শামীম; নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সেন্টু; গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা; বাসন থানা আহ্বায়ক মনিরুজ্জামান মনির; গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা সদস্যসচিব মাইদুর রহমান খান সজীব; ঝালকাঠি জেলা যুবদল আহ্বায়ক মো. শামীম তালুকদার ও নলছিটি উপজেলা সদস্যসচিব পলাশ সজ্জন; ঝিনাইদহ জেলার সাংগঠনিক সম্পাদক মো. মোশতাক ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ ইমরান।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়