হোম > অপরাধ

অ্যান্টি থেফ্ট কেবল চিবিয়ে আইফোন চুরি, গ্রেপ্তার চীনা নারী

ব্যবহৃত আইফোনটি হারিয়ে গেছে। নতুন একটি যে কিনবেন সে সামর্থ্যও নেই। কারণ আইফোন ১৪ সিরিজের দাম প্রায় ১ হাজার ডলার। কিন্তু আইফোন ছাড়া তো চলে না! তাই ঝুঁকি নিয়ে চুরিই করলেন তিনি। অবশ্য শেষ পর্যন্ত ধরা খেয়েছেন। 

ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণাঞ্চলের ফুজিয়ান প্রদেশে। সেখানে অ্যাপল স্টোরে গিয়ে অ্যান্টি থেফ্ট কেবল চিবিয়ে আইফোন চুরি করেছেন এক নারী। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। কিউ নামের ওই নারীকে আইফোনের দোকান থেকে বের হওয়ার আধা ঘণ্টা পরই চুরি করা ফোনসহ গ্রেপ্তার করা হয়। 

চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, তিনি আইফোন ১৪ প্লাস চুরি করেছিলেন। এটির বাজারমূল্য ৯৬০ ডলার। 

ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিউ স্মার্টফোন ডিসপ্লে স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে। কাউন্টারের ওপর ঝুঁকে একটি ফোনের ওপর ডান হাত রাখেন। কিছুক্ষণ ফোনটি পর্যবেক্ষণের পর তিনি নিরাপত্তা কেবলটিতে বেশ কয়েকবার কামড় দেন। এরপর ফোনটি ব্যাগে পুরিয়ে দোকান থেকে বের হয়ে যান। 

ওই দোকানের ব্যবস্থাপক ওয়াং বলেন, ঘটনার সময় একটি অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু কর্মীরা সন্দেহজনক কিছু পায়নি। 

পুলিশ কর্মকর্তা ঝ্যাং জিনহং বলেন, ‘কিউ বেশ সতর্কতার সঙ্গে কাজটি করেছেন। তিনি দোকানের অন্য ক্রেতাদের মতো ফোনের স্ক্রিন স্ক্রল করছিলেন। তিনি যাওয়ার পরপরই দোকানের কর্মচারীরা চিবানো তার ও স্ট্যান্ড থেকে ফোন উধাও হয়ে যাওয়া লক্ষ্য করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। সিকিউরিটি ক্যামেরার ফুটেজ চেক করে দেখা যায় প্রকৃত ঘটনা। পুলিশ কিউকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করেছে।’ 
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিউ পুলিশকে জানান, ফোন হারানোর পর একটি নতুন ফোন কেনার চিন্তা করছিলেন। কিন্তু নতুন ফোনের দাম দেখে মুষড়ে পড়েন। এরপরই চুরির সিদ্ধান্ত নেন। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিউ পুলিশ হেফাজতে থাকবেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ দেখে অনেকে অবাক হয়েছেন। একজন বলেছেন, ‘তিনি কি জানেন না সবদিকে সিকিউরিটি ক্যামেরা আছে?’ আরেক ব্যবহারকারী মজা করে বলেছেন, ‘তাঁর দাঁত তো বেশ শক্ত!’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ