হোম > অপরাধ

পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

বাসাইল প্রতিনিধি

বাসাইলে রাতের আঁধারে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার ফুলকী ইউনিয়নের তিরঞ্চ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রামের কয়েকজন উদ্যোক্তা দেলোয়ার, বাবুল, জামিল, রবিন, রুমেল ও আজমত মিলে যৌথভাবে তিরঞ্চ পশ্চিমপাড়ায় একটি পুকুরে মাছ চাষ করেন। স্বপ্ন দেখেছিলেন বেকারত্ব ঘোচানোর। কিন্তু দুর্বৃত্তদের প্রয়োগ করা বিষাক্ত গ্যাস ট্যাবলেটে ভেঙে গেল সেই স্বপ্ন।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রবিন মিয়া ও জামিল হোসেন বলেন, ‘আমরা ৬ জন উদ্যোক্তা মিলে ২০ শতাংশ পুকুরসহ ৭০ শতাংশ জমি লিজ নিয়ে ২ বছর ধরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ চাষ করছি। ঘটনার রাতেও ৯টার দিকে পুকুরে মাছের খাবার দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ি। ভোরে পুকুর পাড়ে গিয়ে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে ওঠেছে। কিছু মাছ তুলে বাজারে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাকি মাছ বিক্রির উপযুক্ত না হওয়ায় নিজেরা ভাগাভাগি করে নিয়েছি।’

ক্ষতিগ্রস্ত দেলোয়ার ও বাবুল মিয়া বলেন, ‘আমাদের পুকুরে দেশীয় রুই, কাতলা, মৃগেল, কার্প, গ্রাসকার্পসহ নানা মাছ ছিল। দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে সব মিলিয়ে প্রায় ৬০ হাজার টাকার মাছ নিধন করেছে। এ বিষয়ে আইনের আশ্রয় নেব।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের কোনো অভিযোগ এখনো কেউ করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ