হোম > অপরাধ

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি প্রতারক চক্রের হোতা বলে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোমস্তাপুর বাসস্ট্যান্ড ইসলামীয়া হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুনিরুল ইসলাম (৫৭) উপজেলা লক্ষ্মীনারায়ণপুর (বৈরতলা) গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা জানতে পারেন ওই ব্যক্তি একজন প্রতারক। তাঁকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মুনিরুল। এরপর র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোমস্তাপুর বাসস্ট্যান্ড ইসলামীয়া হাসপাতালের সামনে অভিযান চালান। অভিযানে প্রতারণা চক্রের হোতা মুনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর কাছ থেকে সেনাবাহিনীর বেসামরিক (স্টোরকিপার) পদে ভর্তির নিয়োগপত্রসহ প্রতারণার কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুনিরুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন থেকে প্রতারণা চক্রের সঙ্গে সংঘবদ্ধভাবে চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!