হোম > অপরাধ

শেরপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, শেরপুর

শেরপুরে ১০০ টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার সদর থানায় তাঁদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের জংগলদী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মাসুম আলী (৩২) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. জয়নাল (২১)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা সদর উপজেলার হরিণধরা এলাকায় অভিযান চালান। এ সময় মাদক ব্যবসায়ী মাসুম আলী ও মো. জয়নালকে আটক করে র‌্যাব। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১০০ টি ইয়াবা উদ্ধার করা হয়।

জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশিক উজ্জামান বলেন, আটক মাসুম আলী ও জয়নাল স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়