হোম > অপরাধ

শহীদ মিনারের জায়গায় কাউন্সিলরের বাড়ি!

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার এক নারী কাউন্সিলরের বিরুদ্ধে স্কুলের শহীদ মিনারের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। পরে স্কুল কর্তৃপক্ষের বাধার মুখে কাজ বন্ধ করেন তিনি। তবে অভিযুক্ত কাউন্সিলর ইয়াসমিন আরা দখলের বিষয়টি অস্বীকার করে জানান, জায়গাটি এক ব্যক্তির কাছ থেকে কিনে দীর্ঘদিন তিনি বসবাস করছেন। আগে টিন দিয়ে বেড়া ছিল, এখন শুধু সেটি পাকা করছেন।

জানা যায়, সৈয়দপুর পৌর এলাকা ৮ নম্বর ওয়ার্ডের রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই জায়গায় ২০১৯ সালে শহীদ মিনার নির্মাণ করা হয়। একটি মহল শুরু থেকেই শহীদ মিনাটির বিরুদ্ধে অবস্থান নেয়। পরে এর পাশেই নির্মাণ করা হয় একটি ডাস্টবিন। সর্বশেষ গত রোববার সংরক্ষিত ওই কাউন্সিলর শহীদ মিনারটির জায়গা দখল পাকা বাড়ি নির্মাণকাজ শুরু করেন। বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষ ওই ওয়ার্ডের কাউন্সিল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। পরে তারা নির্মাণকাজ বন্ধ করেন।

স্কুলের প্রধান শিক্ষক শামসুল বলেন, ‘শহীদ মিনার চত্বরের জায়গা দখল করে বাড়ি নির্মাণের বিষয়টি স্কুল কমিটিকে জানানো হয়েছে। কমিটির বাধায় আপাতত নির্মাণকাজ বন্ধ রয়েছে।’

ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি শোনার পর স্থানীয় লোকজনসহ বাড়ি নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সংরক্ষিত ওই নারী কাউন্সিলর নিজেই নির্মাণাধীন বাড়িটি অপসারণ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। বিষয়টি পৌর পরিষদকেও জানানো হয়েছে বলে জানান তিনি।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়