হোম > অপরাধ

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

পাবনা প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জেরে পাবনার চর শিবরামপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক বৃদ্ধ খুন হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোজাহার সরদার (৬৫) চর শিবরামপুরের বাসিন্দা। পুলিশ খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দারা জানান, মোজাহার রাতে বাড়ির পাশের চায়ের দোকানে চা পান করে ঘরে ফিরছিলেন। পথে কয়েকজন তাঁর ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন ইয়াজদানি জানান, একটি জমি নিয়ে মোজাহারের সঙ্গে স্থানীয় মোস্তফা হোসেনের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। রোববার বিকেলে এ নিয়ে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু একটি পক্ষ না আসায় বৈঠকটি হয়নি।

সন্ধ্যার দিকে মোজাহার চায়ের দোকানে চা পান করতে গেলে মোস্তফার সঙ্গে বাগ্‌বিতণ্ডা এবং কিলঘুষি মারার ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা লোকজন তাঁদের ছাড়িয়ে দেয়। এরপর মোজাহার বাড়িতে চলে আসেন।

মোজাহার রাত ৯টার দিকে ওই দোকানে আবার চা পান করতে যান। পরে ফেরার সময় তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়