হোম > অপরাধ

ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

ধনবাড়ী প্রতিনিধি

ধনবাড়ীতে ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। শিশুটি এখন টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলার একটি গ্রামে গত সোমবার এ ঘটনা ঘটলেও গতকাল শুক্রবার জানাজানি হয়। তবে থানা-পুলিশ বলছে, এখনো অভিযোগ পায়নি। অভিযুক্ত ওই প্রতিবেশী সম্পর্কে শিশুটির দাদা।

ভুক্তভোগী শিশুর পরিবারের দাবি, সোমবার দুপুরে বাড়ির আঙিনায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল সে। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে ঘরে ডেকে নেন এবং ধর্ষণ করেন। শিশুটি পরিবারের সবাইকে এ ঘটনা জানিয়ে দেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

শিশুটির বাবা বলেন, ‘মেয়েকে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে তারা টাঙ্গাইল হাসপাতালে নিয়ে যেতে বলে। বর্তমানে অবস্থা তেমন ভালো নয়। গণ্যমান্যকে বিষয়টি জানিয়েছি। এর আগেও ওই ব্যক্তি একাধিকবার এ কাণ্ড ঘটিয়েছে বলে জানায় মেয়েটি। টাকার বিনিময়ে মীমাংসার জন্য কতিপয় মাতব্বর চাপ দিচ্ছেন। কিন্তু আমরা বিচার চাই। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

এক প্রতিবেশী বলেন, ‘ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। পাশাপাশি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।’

এ বিষয়ে এক ইউপি সদস্য বলেন, ‘ঘটনাটি জানার পরপরই চেয়ারম্যানকে জানিয়েছি। তবে ওই পরিবারের কেউ এখনো আসেনি।’

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, ‘এখনো কোনো অভিযোগ পাইনি। তবে লোক মারফত ঘটনাটি শুনে ভুক্তভোগী পরিবারকে থানায় আসতে বলেছি।’

এদিকে অভিযুক্ত ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ