হোম > অপরাধ

৮ বছরে এসএসসি ১৭-তে এমবিবিএস!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডা. সাবরিনার দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী, তিনি ৮ ও ১৭ বছর বয়সে যথাক্রমে এসএসসি ও এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন। জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের এই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার বাড্ডা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রণপ কুমার জানান, দু-তিন দিন আগে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের গুলশান জোনের পরিদর্শক রিপন উদ্দিন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ডাক্তার সাবরিনা জালিয়াতির মাধ্যমে দ্বিতীয় এনআইডি কার্ড তৈরি করেন। প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রমাণিত হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, ডা. সাবরিনার প্রথম এনআইডি অনুযায়ী জন্মতারিখ ১৯৭৬ সাল। পরে ২০১৬ সালে তৈরি করা দ্বিতীয় এনআইডিতে জন্মতারিখ দেওয়া হয় ১৯৮৩ সাল। ১৯৯১ সালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। ২০০০ সালে স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮৩ সালে জন্মতারিখ ধরলে তিনি মাত্র আট বছর বয়সে এসএসসি ও ১৭ বছরে এমবিবিএস পাস করেন। তিনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে ও প্রথম এনআইডির তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি তৈরি করেন, যা আইনগত অপরাধ।

এনআইডি জালিয়াতির অভিযোগে ২০২০ সালের ৩১ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মামলা হয়।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ