হোম > অপরাধ

গরু চুরি ঠেকাতে ৩৪ কমিটি কেন্দুয়ায়

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় গরু চুরি ঠেকাতে কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সিংহেরগাঁও গ্রামে এক রাতে কৃষকের বাড়ি থেকে ছয়টি গরু চুরির ঘটনার পর চোর ঠেকাতে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন।  উপজেলায় গঠন করা হয় ৩৪টি কমিটি। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন গত মঙ্গলবার এ তথ্য জানান।

জানা গেছে, বোরো মৌসুমের শুরুতে কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। চোরেরা রাতের বেলায় গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এতে বিপাকে পড়েন কৃষকেরা।

গত রোববার রাতেও উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামে এক বাড়ি থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। ওই রাতে চোরেরা লুৎফুর রহমানদের বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গাভিসহ ছয়টি গরু নিয়ে গেছে। চুরি হওয়া ওই গরুগুলোর দাম প্রায় চার লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত মালিক জানিয়েছেন। এ ছাড়া সম্প্রতি উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডাসহ বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে।

জানতে চাইলে ভুক্তভোগী লুৎফুর রহমান জানান, ‘গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা আমাদের আটটি গরুর মধ্যে ছয়টি গরুই নিয়ে গেছে। এর মধ্যে তিনটি গাভি ছিল।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন বলেন, গরু চুরি রোধে পুলিশ তৎপর রয়েছে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে রাতের বেলায় পাহারার জন্য বিটভিত্তিক পুলিশ ও গ্রাম পুলিশের সমন্বয়ে ইতিমধ্যে ৩৪টি কমিটিও গঠন করা হয়েছে। 

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ