হোম > অপরাধ

শৈলকুপায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজনের মৃত্যু 

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় কল্লোল খন্দকার (৪০) নামের একজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর মাঠে এ ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন। নিহত কল্লোল বগুড়া গ্রামের মৃত আকবর খন্দকারের ছেলে। 

জানা যায়, উভয় পক্ষের কর্মী-সমর্থকদের দীর্ঘদিনের বিরোধের কারণে বগুড়া ইউনিয়নের দলিলপুর মাঠে শিমুল সমর্থকেরা নজরুল সমর্থক কল্লোলকে কুপিয়ে গুরুতর জখম করেন। তিনি মাঠে পেঁয়াজ লাগানোর সময় হামলার শিকার হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত কল্লোল বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থক ছিলেন। 

নিহত ব্যক্তির ভাই মিল্টন খন্দকার অভিযোগ করে বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান শিমুল সমর্থকেরা তাঁর ভাইকে কুপিয়ে হত্যা করেছেন। 

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল বলেন, বগুড়া মাঠে যে ব্যক্তিরা কল্লোলকে খুন করেছে তারা বগুড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মুকাব্বির হোসেন মুকার কর্মী। খুন যেই করুক তাঁকে আইনের হাতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার বগুড়া মাঠে পেঁয়াজখেতে কল্লোল নামে একজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ