দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে ঢাকায় কমিশনের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সহকর্মীরা। তবে এ মানববন্ধনের কিছুই জানেন না বলে দাবি করেছেন সংস্থাটির সচিব মাহবুব হোসেন। তবে স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন শরীফ উদ্দিনের সহকর্মীরা। পরে দুদকের সচিব মো. মাহবুব হোসেনের কাছে সারা দেশের ৩০০ জন কর্মকর্তা-কর্মচারী স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেন তাঁরা।
এরপর বেলা ২টার দিকে দুদকের প্রধান কার্যালয়ের ফটকে ব্রিফিং করতে আসেন সচিব মো. মাহবুব হোসেন। এ সময় তিনি শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের সম্মুখীন হন।
দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন হলেও এ খবর জানেন না বলে দাবি করেন সচিব। শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাকরি বিধি মেনেই উপসহকারী পরিচালক শরিফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে।’
তবে সাংবাদিকেরা বারবার জানতে চাইলেও সুনির্দিষ্ট করে কোনো অপরাধের কথা উল্লেখ করেননি সচিব।
শরীফের চাকরি বহালের দাবিতে দুদক কর্মকর্তাদের মানববন্ধন সম্পর্কে সচিব বলেন, ‘আমার সামনে এ রকম ঘটনা ঘটেনি। তবে একটি স্মারকলিপি পেয়েছি। আমি তাঁদের আশ্বস্ত করেছি, বিধি মেনে কাজ করেন, কোনো সমস্যা হবে না। তবে কারও জন্য দুদকের কার্যক্রম বন্ধ হবে না। অব্যাহতভাবে চাকরি বিধিমালা লঙ্ঘন করায় দুদকের শৃঙ্খলার স্বার্থে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে। অন্যদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’