হোম > অপরাধ

১৭ বছরের সাজা এড়াতে ১৮ বছর ছিলেন পালিয়ে

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

অস্ত্র মামলায় ১৮ বছর পালিয়ে বেড়ানোর পর ইকবাল হোসেন (৫২) নামের ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার পর ওই আসামিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকবাল মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ডুলিহিটা গ্রামের বাসিন্দা। ইকবাল ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, ২০০৪ সালে ময়মনসিংহের ভালুকায় অস্ত্র নিয়ে ডাকাতি করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে আটক হয়েছিলেন ইকবাল। এরপর তিনি অস্ত্র ও ডাকাতির মামলায় ১৭ মাস জেল খেটে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। ইকবাল জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ সরকারি কাগজপত্রে নাম ও ঠিকানা পরিবর্তন করে বসবাস করছিলেন। ওই এলাকায় তিনি নিজেকে একটি অনলাইন পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ছদ্মবেশে ছিলেন।

গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেওয়া টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সূত্রে খবর পেয়ে সাজাপ্রাপ্ত আসামি ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর আসল নাম মো. মারুফ হোসেন ইকবাল। কিন্তু তিনি এ নাম পরিবর্তন করে মো. ইকবাল হোসেন ব্যবহার করছিলেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী আজকের পত্রিকাকে জানান, গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়