হোম > অপরাধ

বিলের দখল রুখতে মানববন্ধন-সমাবেশ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে বাফলা বিলের দখল রুখতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে উপজেলার রণচণ্ডী ইউনিয়নের বাফলা গ্রামে বিলের পাশে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে দাবি করা হয়, স্থানীয় মৎস্যজীবীদের দুটি সমিতির সদস্যরা বিলটি ইজারা নিয়ে মাছ চাষ করেন। পাশাপাশি উন্মুক্ত এই জলাশয়ে অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। তবে এলাকার প্রভাবশালী আমজাদ হোসেন ও তাঁর পরিবার ভুয়া কাগজ তৈরি করে বিলটি দখলের পাঁয়তারা করছেন। আমজাদ ভূমি মন্ত্রণালয়ের অডিট সুপার ছিলেন। সেই সুবাদে তিনি ওই কাগজ তৈরিতে সক্ষম হয়েছেন।

আরও অভিযোগ করা হয়, আমজাদের পরিবার জেলেদের ঘেরের বেড়া তুলে দিয়ে মাছ বের করে দিয়েছে। বিলে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলেছে। জেলেদের মাছ শিকারে বাধা দিচ্ছে। বিলটি ব্যবহারে তারা বছরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে।

তবে যোগাযোগ করা হলে আমজাদ বলেন, ১৯৪৭ সালে তাঁর বাবা ও চাচাকে বিলের ১০ দশমিক ৮০ একর জায়গা দেন স্থানীয় জমিদার।তবে মৎস্যজীবীরা জোর করে ওই জমিও খাস বলে দাবি করছেন। এ ছাড়া আমজাদ ঘের কেটে দেওয়া, বিলে বিষাক্ত ট্যাবলেট দেওয়া ও প্রভাব বিস্তার করে কাগজপত্র তৈরির অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, ‘স্থানীয়দের অভিযোগের বিষয়টি আমার জানা আছে। সেখানে যে পরিমাণ সরকারি সম্পত্তি আছে তা উদ্ধারে কাজ চলমান আছে।’

উল্লেখ্য, বিলটির মোট আয়তন ১৩৯ দশমিক ৩০ একর। এটি ঘিরে চার শতাধিক মৎস্যজীবী পরিবার জীবিকা নির্বাহ করে আসছে।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ