হোম > অপরাধ

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মনিরামপুর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে ইভা মনি তৃষা নামে এক স্কুলছাত্রীর ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে মনিরামপুর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনাটি ঘটেছে উপজেলার মাছনা গ্রামে।

স্বজনদের দাবি, গত বুধবার দুপুরে মাছনা গ্রামে নানা বাড়িতে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল যায়।

ইভা উপজেলার ছিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে শেখপাড়া খানপুর গ্রামের আব্বাস আলীর মেয়ে।

সাত-আট বছর ধরে মা আসমা খাতুন বিলকিছের সঙ্গে নানাবাড়িতে বাস করছিল ইভা।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন, ‘সাত-আট বছর আগে আসমা খাতুনকে তালাক দেন তাঁর স্বামী আব্বাস আলী।’

সমেন বিশ্বাস বলেন, ‘এর পর তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। সেই থেকে ইভা মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকছিল।’

এসআই সমেন বিশ্বাস বলেন, ‘এজমা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ইভা শ্বাসকষ্টে ভুগছিল। বুধবার দুপুরে তার শ্বাসকষ্ট বেড়ে যায়।’

তিনি বলেন, ‘কষ্ট সইতে না পেরে সে নিজ ঘরে আড়ার সঙ্গে শাড়ি জড়িয়ে গলায় ফাঁস দেয়।’

সমেন বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা আব্বাস আলী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর মূল কারণ জানা যাবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার