হোম > অপরাধ

খাল দখল করে ভবন

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারি বাজারের খাল দখল করে ভবন ও আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে।

ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়া ও জামায়াতের স্থানীয় সাবেক নেতা নুরুল ইসলাম মাস্টার মিলে খালটির মালিকানা বিষয়ে আদালতের একতরফা রায় পান। কিন্তু তাঁরা এখনো নামজারি করতে পারেননি। ওই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও নিষ্পত্তির আগেই বেদখল হয়ে যাচ্ছে খালটি।

ইউনিয়ন ভূমি কার্যালয় লাগোয়া কর্তীমারি বাজারের পানি নিষ্কাশনের একমাত্র খালটি সরকারি খাস খতিয়ানভুক্ত, সুরুজ্জামাল ও নুরুল ছাড়াও এটি দখল করে একটি স্থানে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয় তৈরি করেছেন। শুধু তা-ই নয়, কর্তীমারি বাজারের পলিথিন ব্যবসায়ী রকিকুল ইসলামও খালটির একাংশ দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পলিথিন ব্যবসায়ী রফিকুল ইসলাম খাল দখলের কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার দোকানঘর আছে। আমি কেন খাল দখল করব। ওই জায়গায় সুরুজ্জামাল মিয়া ভবন নির্মাণ করছেন।’

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ী রফিকুল আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল মিয়াকে মোটা অঙ্কের টাকা দিয়ে কংক্রিটের ঢালাই দিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন।

যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ বলেন, ‘খালটি সরকারি খাস খতিয়ানভুক্ত। কিন্তু সুরুজ্জামাল মিয়া ও নুরুল ইসলাম মাস্টার মিলে ‘ভুয়া’ কাগজপত্র দাখিল করে আদালত থেকে একতরফা রায় নিয়েছেন। জায়গাটি হাটবাজারের সম্পত্তি। তাঁরা ডিসিআর মূলে ওই জায়গায় দলীয় কার্যালয় তুলেছেন। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত আপিল করে সরকারি সম্পত্তি উদ্ধার করুক।’

এ বিষয়ে জামায়াতের সাবেক নেতা নুরুল ইসলাম মাস্টার বলেন, ‘রায় পেলেও আমি ওখানে যাইনি। সুরুজ্জামাল ঘর করতেছে তাঁর সঙ্গে কথা বলেন।’ কাগজ জালিয়াতি করে একতরফা রায় নেওয়ার অভিযোগের বিষয়ে নুরুল বলেন, ‘এ অভিযোগ সঠিক নয়। আর সেটা আদালত বুঝবেন।’

অভিযোগের বিষয়ে জানার জন্য আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

যাদুরচর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘কাগজ জালিয়াতির মাধ্যমে একতরফা রায়ে জমিটি ব্যক্তিমালিকানায় গেলেও আমরা আপিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত জানিয়েছি।’

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মোর্তূজা আল ফারুখ আজকের পত্রিকাকে বলেন, ‘খালটি সরকারি খাস খতিয়ানভুক্ত। তিন-চার মাস আগে আমরা আপিলের জন্য কর্তৃপক্ষকে লিখিত জানিয়েছি।’

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ‘তাঁরা খাল দখল করতে পারেন না। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’

জেলা প্রশাসনের রেভিনিউ মুন্সিখানা (আরএম) শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র সহকারী কমিশনার গোলাম ফেরদৌস বলেন, ‘আপিলের কাগজপত্র আমাদের শাখায় এলে স্বাভাবিকভাবেই সেটা আদালতে চলে যাওয়ার কথা। এ হিসেবে আপিল হয়েছে বলেই মনে হচ্ছে।’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ