হোম > অপরাধ

মেঘনা-তেঁতুলিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া ও মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ শিকার। মা ইলিশের নিরাপদ প্রজননের জন্য সরকার ২২ দিনের জন্য ইলিশ শিকার নিষিদ্ধ ঘোষণা করলেও মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অনেক জেলেই তা মানছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিনে প্রায় ২৫ হাজার জেলের মধ্যে নিবন্ধিত ১৯ হাজার ৮৪ জন। তাঁরা তেঁতুলিয়া ও মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। নিষেধাজ্ঞাকালে সরকার এসব জেলের মধ্যে চাল বিতরণ করলেও অনেক জেলে মাছ শিকার করছেন।

গত শুক্রবার ও শনিবার গিয়ে দেখা যায়, মামুনের খাল মাছঘাট এলাকা, আলম চৌধুরী মাছঘাট এলাকা ও দরুন বাজার মাছঘাট এলাকায় শতাধিক জেলে নৌকা মাছ শিকার করছে।  হাকিমুদ্দিন মাছঘাট এলাকার এক জেলে বলেন, ‘নদীতে তো এহন অনেক মাছ, মনে হয় পানিতে নামলেই মাছ ধরি।’

বোরহানউদ্দিন নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ পর্যন্ত মাছ শিকারের দায়ে ২২ জন জেলের নামে মামলা হয়েছে।

বোরহানউদ্দিনের ইউএনও মুন্নী ইসলাম বলেন, জেলেরা যাতে ইলিশ শিকার করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসন কাজ করছে। 
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, অধিকাংশ জেলেই ইলিশ শিকার থেকে বিরত রয়েছেন এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। 

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়