হোম > অপরাধ

জমির লোভে আটকে রাখা হয় তালাবদ্ধ ঘরে

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে আনিস খাঁ (৪২) নামের এক মানসিক প্রতিবন্ধীকে ঘরে তালাবদ্ধ করে তাঁর জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যায় আনিস খাঁকে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের নয়ন খাঁর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন আনিস।

স্থানীয় বাসিন্দারা জানান, আনিস খাঁ গাজিন্দা গ্রামের মৃত চাঁন খাঁর ছেলে। আনিসকে সুস্থ করে তুলবেন—এমন প্রতিশ্রুতিতে কয়েক বছর আগে ওই এলাকার মৃত আবদুল রহিমের ছেলে নয়ন খাঁ তাঁকে বাড়িতে নিয়ে যান। পরে আনিস খাঁকে ঘরে তালাবদ্ধ করে রাখেন। এ ছাড়া তাঁর জমি ভোগদখল করতে থাকেন নয়ন। মানসিক প্রতিবন্ধী আনিস খাঁর পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তির ১০৬ শতাংশ জমি লিখে নিয়ে বিক্রি করেন তিনি।

আনিস খাঁর ভাগনি সালেহা বেগম রোববার সন্ধ্যায় বিষয়টি থানা-পুলিশকে জানান। পরে পুলিশ তাঁর মামাকে ঘরের তালা ভেঙে উদ্ধার করে। সালেহা বেগম বলেন, ‘মামা আমার বাড়িতে ছিলেন। জমি দখল করার উদ্দেশ্যে তাঁকে নিয়ে এসে নয়ন খাঁ ঘরে আটকে রাখেন। এ সময় তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।’

আনিসের মামা শামসের খাঁ বলেন, ‘দীর্ঘদিন আমার ভাগনেকে নয়ন খাঁ শুধু জমি ভোগদখল করার জন্যই আটকে রেখেছেন।’

অভিযোগের বিষয়ে নয়ন খাঁ বলেন, ‘আনিস আমার চাচাতো ভাই। তাঁকে দেখাশোনা করার জন্য আমি আমার বাড়িতে রেখেছি। তিনি আমাকে স্বেচ্ছায় জমি দিয়েছেন। তাঁর ওপর কোনো ধরনের নির্যাতন করা হয়নি।’

বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইর থানার ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আনিস খাঁকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছেন এমন খবর দেন তাঁর ভাগনি সালেহা বেগম। খবর পেয়ে নয়ন খাঁর তালাবদ্ধ ঘর থেকে আনিসকে উদ্ধার করা হয়েছে। পরে তাঁর ভাগনি সালেহা বেগমের জিম্মায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়