হোম > অপরাধ

রায়পুরায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় সুমাইয়া (১১) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকাল ৮টায় উপজেলার চর সুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার মৃত আবদুর রহমানের মেয়ে ও চর সুবুদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে গেছে, সুমাইয়ার মা খুকি বেগম ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন। সুমাইয়া স্থানীয় একটি এতিমখানার আবাসিক হলে থাকত। সেখানে থেকেই স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা দেয় সুমাইয়া।

তিন দিন আগে এতিমখানা থেকে ছুটি নিয়ে প্রবাসী চাচাতো ভাই আনোয়ারের বাড়িতে আসে সুমাইয়া। গত সোমবার সকালে তিন বান্ধবী একসঙ্গে কিছুক্ষণ খেলাও করে। পরে হঠাৎ খেলা বন্ধ রেখে ঘরে গিয়ে দরজা আটকে দেয় সুমাইয়া। বাইর থেকে অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তার দুই বান্ধবী ধাক্কা দিয়ে দরজা খুলে সুমাইয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর দেওয়া হলে, বাড়ির আশপাশের লোকজন এসে লাশটি নিচে নামায়।

এদিকে মেয়ের মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে বাড়ি ফিরে আসেন মা খুকি বেগম। তিনি বলেন, ‘স্বামীর মৃত্যুর পর বাসাবাড়িতে কাজ করে ছেলেমেয়েদের বড় করেছি। মেয়ের এমন মৃত্যু কিছুতেই মানতে পারছি না।’

রায়পুরা থানার উপপরিদর্শক (এএসআই) কবির হোসেন বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত হাতে এলেই সুমাইয়ার মৃত্যুর কারণ জানা যাবে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!