হোম > অপরাধ

সদরপুরে ঘরে আগুন ক্ষতি ৪ লাখ টাকা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে পারিবারিক বিরোধের জেরে বসতঘরে আগুন দেওয়া অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার চরমানাইর ইউনিয়নের জাজিরাকান্দি গ্রামের মহিউদ্দিন হাওলাদারের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি ভুক্তভোগীর।

প্রতিবেশীরা বলেন, ‘শনিবার রাত ১২টার দিকে মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি ঘোষণা করা হয়। আমরা ঘোষণা শুনে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি।’

মহিউদ্দিন জানান, তাঁর পরিবারের সঙ্গে একই গ্রামের ইলিয়াস হাওলাদার, ময়ফুল হাওলাদার ও বিল্লাল হাওলাদারসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এরই জের ধরে বিভিন্ন সময় তাঁদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন তাঁরা। শনিবার রাত ১২টার দিকে তাঁরা তাঁর বাড়ির কাচারিঘরে আগুন দেন।

মহিউদ্দিন বলেন, ‘আমার স্ত্রী আগুন দেওয়ার সময় তাঁদের দেখতে পেয়ে চিৎকার করলে তাঁরা পালিয়ে যান।’ অভিযুক্ত ইলিয়াস হাওলাদার বলেন, ‘আগুন দেওয়ার ব্যাপারে আমরা কিছুই জানি না। আমাদের বিরুদ্ধে দেওয়া অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। কোনো সাক্ষ্য-প্রমাণ নেই।’

এ ঘটনায় মহিউদ্দিন হাওলাদার আটজনকে আসামি করে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’ 

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার