হোম > অপরাধ

ইয়াবা পাচার মামলায় ১১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ফিশিং বোট থেকে ২০ লাখ ইয়াবা উদ্ধারের মামলায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে আদালত এই মামলার তদন্তে গাফিলতির জন্য তদন্ত কর্মকর্তাদের দুষেছেন। এ সময় আদালত ওই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্বভার পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) ওপর ছেড়ে দিয়েছেন।

গতকাল রোববার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভুঞাঁ এই রায় দেন। মামলায় আটজনকে ১৫ বছর ও তিনজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ১৫ বছরের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আনোয়ারা উপজেলার বাসিন্দা আব্দুল খালেক ওরফে বুদইন্যা (৬০), জানে আলম (৩২), মো. লোকমান (৫৫), মো. নুরুল মোস্তফা (২৭), মোহাম্মদ হেলাল উদ্দিন (২৪) ও মো. নুর (৪৪); কক্সবাজারের বাসিন্দা মো. মকতুল হোসেন (৫০) এবং নোয়াখালীর মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ (৭২)। একই সঙ্গে আদালত তাঁদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আনোয়ারা উপজেলার বাসিন্দা মো. মোজাহের মিয়া (৫৫), আব্দুল জলিল (৫৬) ও মো. আব্দুর নুর (৪৫)। একই সঙ্গে তাঁদের পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ১৬ এপ্রিল পতেঙ্গা থানার কর্ণফুলী নদীর মোহনায় একটি ফিশিং বোটে অভিযান চালিয়ে ২০ লাখ ইয়াবা উদ্ধার করে র‍্যাব।

মামলার রায়ে আদালত পর্যবেক্ষণে বলেছেন, ‘যে ফিশিং বোট থেকে ২০ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছিল, সেই বোটের প্রকৃত মালিককে মামলায় আসামি করা হয়নি। আব্দুল জলিল নামে এক আসামিকে ফিশিং বোটের মালিক হিসেবে দেখানো হয়। প্রকৃত মালিকের নাম তদন্তে উঠে আসেনি। এতে মামলাটির তদন্ত কর্মকর্তারা তদন্তে গাফিলতি করেছেন।’

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’