হোম > অপরাধ

বোমা বানানোর সময় বিস্ফোরণ সংকটাপন্ন যুবক

অভয়নগর প্রতিনিধি (যশোর)

যশোরের অভয়নগরে নিজ ঘরে বোমা বানাতে গিয়ে বোমা বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছেন শপ্পা (৩৬) নামের এক যুবক। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই যুবকের অবস্থা সংকটাপন্ন।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, শপ্পা অভয়নগর উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার এলাকার ইব্রাহীম মোল্যার ছেলে। তিনি বোমা তৈরির কারিগর। গত সোমবার গভীর রাতে নিজ ঘরে বোমা বানানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই ঘরের টিনের চাল উড়ে যায় এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়। বিস্ফোরিত বোমার আঘাতে শপ্পার এক হাতের তিনটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতবিক্ষত হয়েছে চোখ, মুখমণ্ডল ও বুক। সেই সঙ্গে দুই পা মারাত্মকভাবে ঝলসে গেছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী উদ্ধার করে তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পাঁচটি ধারালো রামদা এবং বিস্ফোরিত বোমার স্প্লিন্টার উদ্ধার করেছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শামীম হাসান জানান, বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এটা হতে পারে। তবে শপ্পার নামে থানায় ইতিপূর্বে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ