হোম > অপরাধ

বন্ধ ঘর থেকে শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর একটি বাসা থেকে মো. আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের এক শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মহানগরীর পুবাইল থানার পদহারবাইদ এলাকায় ওই শিক্ষকের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

আবু বক্কর সিদ্দিক ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার দিঘিরপাড় এলাকার নিয়ামত আলীর ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে মহানগরীর হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আবু বক্কর সিদ্দিক পদহারবাইদ এলাকার শাজাহান ভূঁইয়ার বাড়িতে ভাড়া থাকতেন। কিছুদিন আগে অজ্ঞাত কারণে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর ঘর থেকে পচা গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, লাশ দেখে ধারণা করা হচ্ছে- তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় কিছু হয়েছে। লাশের নাকে ও মুখে রক্ত ঝরার আলামত পাওয়া গেছে। আরও ২-৩ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। এ কারণে লাশে পচন ধরে গন্ধ বের হয়েছে।

ওসি বলেন, আবু বক্কর সিদ্দিকের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তাঁরা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার