হোম > অপরাধ

উত্তরা ক্লাবসহ ৩ প্রতিষ্ঠানের ৩৪ কোটি টাকা ভ্যাট ফাঁকি

ফারুক মেহেদী, ঢাকা

উত্তরা ক্লাব, সানলাইফ ইনস্যুরেন্স ও হোটেল আমারি ঢাকার প্রায় ৩৪ কোটি টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়েছে। ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের আওতায় এসব ভ্যাটদাতা কোম্পানি ও প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে এই ভ্যাট ফাঁকি দিয়েছে। সম্প্রতি বিশেষ তদন্তে তাদের ভ্যাট ফাঁকি ধরা পড়েছে। তাদের অবিলম্বে ফাঁকি দেওয়া ভ্যাট সরকারি তহবিলে জমা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, সম্প্রতি উত্তরা ক্লাব লিমিটেডের ২০১০ সালের অক্টোবর থেকে ২০১৫ সালের যাবতীয় নথিপত্র যাচাই করে প্রতিষ্ঠানটির ৭ কোটি ৩৭ লাখ ৭৯৭ টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়ে। সুদ ছাড়াই এই ফাঁকি দেওয়া ভ্যাট পরিশোধের জন্য উত্তরা ক্লাবকে দফায় দফায় তাগাদা দেওয়া হলেও তা পরিশোধ করা হয়নি। পরে তাদের পুরো টাকা ছয়টি কিস্তিতে দেওয়ার নির্দেশ দেয় ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট। সর্বশেষ কিস্তি পরিশোধ করতে হবে ১৫ ডিসেম্বরের মধ্যে। এ সময়ের মধ্যে কিস্তি পরিশোধে ব্যর্থ হলে কিস্তি সুবিধা বাতিলের হুঁশিয়ারি দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ভ্যাট কর্তৃপক্ষের পক্ষ থেকে।

উত্তরা ক্লাবের মতো কারিশমা সার্ভিসেস লিমিটেড বা ঢাকা আমারি হোটেলেরও ১২ কোটি ৯৭ লাখ টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়েছে। এ প্রতিষ্ঠানকেও কয়েক দফা কারণ দর্শানোর নোটিশ দিয়ে ভ্যাট পরিশোধের তাগাদা দেওয়া হয়। তাদেরও ফাঁকি দেওয়া ভ্যাট সরকারি তহবিলে জমা দিতে বলা হয়েছে।

একই ভাবে সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির ১৩ কোটি ২১ লাখ ২৬ হাজার টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়েছে। এ ব্যাপারে কোম্পানিটিকে দফায় দফায় ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে শুনানিতে ডাকা হলেও তারা হাজির হয়নি। সুদ ছাড়া ফাঁকি দেওয়া ভ্যাট অবিলম্বে পরিশোধের জন্য এ ইনস্যুরেন্স কোম্পানিকে নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট।

এসব বিষয়ে ঢাকা উত্তর ভ্যাটের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এগুলোসহ আরও কয়েকটি ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে ফাঁকি দেওয়া ভ্যাট পরিশোধে একাধিকবার নোটিশ করেছি। কেউ কেউ সাড়া দিলেও অনেকে সময় চাইছে, আবার বকেয়া রাখছে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়