হোম > অপরাধ

ভেজাল ঘি তৈরি বন্ধ করেনি বিএসপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বারবার ভেজাল ঘি তৈরি করে জরিমানা গুনলেও তা বন্ধ করেনি চট্টগ্রাম নগরীর বিএসপি ফুড প্রোডাক্টস। এবার র‍্যাবের অভিযানে প্রতিষ্ঠানটির ৩ হাজার ৩৬০ কেজি ভেজাল ঘি জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক আমিনুল ইসলামকে।

নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। গতকাল শনিবার তথ্য জানিয়েছেন র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, দুধ ছাড়া পামওয়েল, ডালডা ও বিষাক্ত রাসায়নিক মিশিয়ে ভেজাল ঘি তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করার অভিযোগ ছিল বিএসপি ফুডস প্রোডাক্টসের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ভেজাল ঘি জব্দ করেন র‍্যাব সদস্যরা। পরে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক আমিনুল ইসলামকে আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি ভেজাল ঘি তৈরির বিষয়টি স্বীকার করেন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

র‍্যাব সূত্রে জানা গেছে, লাইসেন্সহীন প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে ভেজাল ঘি তৈরি করে আসছে। ইতিপূর্বে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ২০১২ সালে ১ লাখ ৫৫ হাজার টাকা, ২০২০ সালে ২১ লাখ টাকা ও ২০২১ সালে ১ লাখ টাকা জরিমানাও আদায় করেন।

বৃহস্পতিবারের অভিযানের পর চান্দগাঁও থানায় মামলা হয়েছে। এ বিষয়ে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিবুর রহমান বলেন, র‍্যাবের পক্ষ থেকে মামলার পর গতকাল শনিবার অভিযুক্ত আমিনুল ইসলামকে আদালতে তোলা হয়েছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়