সাজা দিলেই দেশ অপরাধ মুক্ত হয়ে যাবে না। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন একটি ফৌজদারি মামলার আপিল শুনানির সময় এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের এখানে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে। কিন্তু ফাঁসি বা যাবজ্জীবনের এই সাজায় কি স্ত্রী হত্যা কমেছে? কমেনি। সুতরাং এটা ভুল ধারণা যে, সাজা দিলেই আমরা অপরাধ মুক্ত হয়ে যাব।’
প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ভার্চ্যুয়াল বেঞ্চে শুনানির সময় ভারতের দৃষ্টান্ত টেনে প্রধান বিচারপতি আরও বলেন, ‘ভারত থেকে আমাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি (ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে) কোন অংশেই খারাপ নয়। কিন্তু ভারতে ২০১৯ সালে মৃত্যুদণ্ড হয়েছে এক শ ২১ জনের। আর আমাদের এখানে হয়েছে তিন শ ২৭ জনের।’
প্রধান বিচারপতি বলেন, একমাত্র ফাঁসি কিন্তু সমাজকে রক্ষা করতে পারেনা।
উল্লেখ্য, বরিশালের মেহেন্দিগঞ্জে চার বছরের শিশুকে বাবা কর্তৃক হত্যার ঘটনায় বিচারক আদালতে বাবার ফাঁসির রায় হয়। হাইকোর্ট ওই রায় বহাল রাখেন। বাবা মো. জসীমের জেল আপিল শুনানি শেষে সর্বোচ্চ আদালত ফাঁসির দণ্ড কমিয়ে বছরের কারাদণ্ড দেন। এই মামলার শুনানির সময় প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন।