হোম > অপরাধ

গুদামের কৃষি প্রণোদনার মালামাল গোপনে বিক্রি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তার গুদামে মজুত রাখা কৃষি প্রণোদনার মালপত্র অবৈধভাবে বিক্রি করা হয়েছে। সংশ্লিষ্ট অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খোকন চন্দ্র রায়ের নির্দেশে মোকাদ্দম ছালাম গাজী এই মালপত্র বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই দুজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি। গত সোমবার বিষয়টি নিশ্চিত করেন তিনি। এদিকে এই ঘটনায় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত ৩ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে কৃষি অফিসের গুদামে থাকা কৃষি প্রণোদনার বিপুল পরিমাণ সার ও বীজ, কয়েকটি ড্রাম,৪-৫টি জাল ও ৫-৬ সেট পাইপ উপজেলার কুলকাঠি ইউনিয়নের এক কৃষকের কাছে অবৈধভাবে বিক্রি করেন সংশ্লিষ্ট অফিসের মোকাদ্দম ছালাম গাজী। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খোকন চন্দ্র রায়। গুদাম থেকে এসব মালামাল বিক্রির ঘটনা দেখে ফেলেন স্থানীয়রা। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হয়। অবস্থা বেগতিক দেখে ওই দিন দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি ওই দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেন। এতে অফিস প্রধানের অনুমতি ছাড়া অফিস সময় ব্যতীত আজিজ নামে কৃষককে ২টি জাল, একটি ড্রাম ও ২টি পাইপ দেওয়ার বিষয় উল্লেখ করা হয়। নোটিশে ওই দুজনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খোকন চন্দ্র রায় বলেন, ‘আমি অফিসের পাশে একটি ভবনে ভাড়া থাকি। ওই দিন ভোরে মোকাদ্দম ছালাম গাজী আমাকে গুদামের সামনে ডেকে নেন। তবে প্রণোদনার মালপত্র ওই কৃষকের কাছে বিক্রি বা প্রদানের ঘটনায় আমি জড়িত নই।’

উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি বলেন, ‘ওই দুজনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়