হোম > অপরাধ

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলমান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে উপস্থিত জনতা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

আজ শনিবার (২৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সমাবেশ চলাকালে ছুরিসহ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে লোকজন ধরে ফেলে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।

এর আগে সকাল ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে উদ্যানে আসতে শুরু করেন। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগানে মুখর ছিল চারপাশ।

বেলা ২টায় সমাবেশের মূল পর্ব শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

দলটির নেতারা জানিয়েছেন, এই মহাসমাবেশের মাধ্যমে ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় প্রচার ও গণসংযোগ চালানো হয়েছে। জাতীয় নেতাদের উপস্থিতিতে এই আয়োজনে ইসলামী আন্দোলন একটি বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জানান দিতে চায়।

সমাবেশ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সংস্কার, বিচার ও পিআর (সংখ্যানুপাতিক ভোট) পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে ধরা হয়েছে। দলটির নেতারা বলেন, দেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো নির্বাচন নিশ্চিত করতেই তাদের এই আন্দোলন।

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ

জুয়া, প্রতারণায় জড়িত ৫০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব স্থগিত

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি