হোম > অপরাধ

তুরস্কে কাজের কথা বলে কিরগিজস্তানে পাচার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ৯ ব্যক্তি মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তুরস্কে চাকরির কথা বলে তাঁদের কিরগিজস্তানে নিয়ে আটকে রেখে নির্যাতন ও পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ করেছেন স্বজনেরা।

অভিযোগ উঠেছে, চক্রটির প্রতারণার শিকার হয়েছেন বিভিন্ন জেলার ৫৩ জন। সবাইকেই কিরগিজস্তানের কতাগিরি অঞ্চলের একটি ঘরে আটকে রাখা হয়েছে। অথচ তাঁদের বিদেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি কয়েক লাখ টাকা নিয়েছে চক্রটি।

চাঁপাইনবাবগঞ্জের ৯ জনকে পাচারের অভিযোগে সদর মডেল থানায় ১৫ ফেব্রুয়ারি ৮ জনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে খাদেমুল ইসলামকে। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি জান্নাতপাড়ায়। তিনি আদম ব্যবসা করেন বলে অভিযোগ রয়েছে। মামলার অন্য আসামিরা হলেন নামোশংকরবাটির শাওন ডামফু (৪০), চরমোহনপুরের সুমন আলী (৩৮), ইসলামপুর কাজীপাড়ার আজিজুল ইসলাম (৪০), নামোশংকরবাটি জান্নাতপাড়ার সামসুল মাস্টার (৪৫), গাজীপুরের আমতলীর মো. হামিদুর হাসান ওরফে পাপেল (৩৮), যশোরের শাহ আব্দুল করিম রোডের উম্মে সালমা ওরফে সালমা আক্তার (৪৬) ও শরীয়তপুরের মধ্য গুলমাইজের মো. শাহিন ব্যাপারী (৩৫)।

মামলাটি করেছেন চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর সাহাপাড়ার মো. দুরুল হোদা। যে ৯ জনকে পাচারের অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন সালমান, হযরত, ইসমাইল, আসাদুজ্জামান, ইব্রাহিম, সিহাব, ওয়াসকুরুনি, মতিন ও রাকিবুল হাসান। তাঁদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। মামলার এজাহারে বলা হয়েছে, তুরস্কে লাখ টাকা বেতনে কাজে পাঠানোর কথা বলে ওই ৯ জনকে কিরগিজস্তানে জঙ্গলের একটি ঘরে আটকে রেখেছেন খাদেম ও তাঁর সহযোগীরা। দেশে তাঁদের পরিবারের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করলেও অমানবিক নির্যাতন করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, চক্রটি নিরীহ লোকজনের কাছ থেকে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ভালো বেতনে কাজের লোভ দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আদায় করেছে। অনেককে বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। চক্রের প্রতারণার শিকার বিভিন্ন জেলার ৫৩ জনকে কিরগিজস্তানের কতাগিরি অঞ্চলের একটি ঘরে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে খাদেমুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, মানব পাচার আইনে একটি মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়