হোম > অপরাধ

পরনিন্দার কুফল

ড. মো. শাহজাহান কবীর

ইসলামের দৃষ্টিতে কারও অগোচরে তার দোষ বর্ণনা করাই গিবত বা পরনিন্দা। গিবত হতে পারে কথায়, ইশারায় কিংবা লেখনীর মাধ্যমে।গিবত আরবি শব্দ, যার অর্থ হলো পরনিন্দা। গিবত বা পরনিন্দা যে করে আর যে শোনে—উভয়ই সমান অপরাধী।

আল্লাহ তাআলা গিবতকারীকে মৃত ব্যক্তির গোশত ভক্ষণকারী সাব্যস্ত করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘হে ইমানদারগণ, তোমরা একে অপরের পেছনে নিন্দা কোরো না। তোমাদের মধ্যে কি কেউ নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তা একেবারেই ঘৃণা করবে।’ (সুরা হুজুরাত: ১২)

হাদিসে এসেছে, একদিন কোনো প্রয়োজনে এক বেঁটে মহিলা রাসুল (সা.)-এর খেদমতে আসেন। মহিলা চলে যাওয়ার পর হজরত আয়েশা (রা.) রাসুল (সা.)-এর কাছে তাঁর দৈহিক কাঠামো বেঁটে হওয়ার ত্রুটি বর্ণনা করেন। হজরত আয়েশা (রা.)-এর কথায় রাসুল (সা.)-এর চেহারা মলিন হয়ে যায়। রাসুল (সা.) বললেন, ‘আয়েশা তুমি মহিলার গিবত করলে। তুমি এমন কথা বললে, যা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে কালো হয়ে যেত।’ আয়েশা (রা.) বলেন, ‘তাঁর বেঁটে হওয়ার কথাই তো বলছি এবং এই ত্রুটি তো তাঁর মধ্যে আছেই।’ রাসুল (সা.) বললেন, ‘হে আয়েশা, যদিও তুমি সত্য কথা বলেছ, কিন্তু তুমি তাঁর ত্রুটি বর্ণনা করায় তা গিবত হয়ে গেল।’ (মুসলিম)

অন্য হাদিসে রাসুল (সা.) বলেন, ‘গিবত ব্যভিচারের চেয়েও জঘন্য।’ সাহাবিরা জানতে চাইলেন, ‘তা কীভাবে?’ তিনি বললেন, ‘ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে তার গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু যে পরনিন্দা করে, তার গুনাহ যার নিন্দা করা হয় সে মাফ না করা পর্যন্ত মাফ হয় না।’ (তাফসিরে মাজহারি)

লেখক: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়