কাউনিয়ায় সরকারি রাস্তায় দেয়াল নির্মাণে বাধা দেওয়ায় এক যুবকের ডান হাতের আঙুল কামড় দিয়ে বিছিন্ন করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা করা হয়েছে। এতে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিজপাড়া গ্ৰামের বাসিন্দা এবং সাহাবাজ মাদ্রাসার শিক্ষক।
আহত যুবকের নাম আকরাম হোসেন অরেঞ্জ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিও নিজপাড়া গ্ৰামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নুরুল ওই এলাকায় এক প্রবাসীর জমি দেখাশোনার দায়িত্ব পালন করে আসছেন। তিনি গতকাল বেলা ১টার দিকে জমির সীমানার বাইরে সরকারি রাস্তার ওপরে সীমানা দেয়াল নির্মাণ শুরু করেন। এ সময় রাস্তার পাশের জমির মালিক আকরাম তাঁকে জমির সীমানা নির্ধারণ করতে এবং সরকারি রাস্তার ওপরে দেওয়া না দিতে বলেন।
এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নুরুল প্রতিবাদকারী আকরামকে মারধর করে মাটিতে ফেলে দেন। সেই সঙ্গে কামড় দিয়ে ডান হাতের আঙুল ছিঁড়ে ফেলেন। এ সময় আকরামের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, এ ঘটনায় শনিবার আহত আকরাম বাদী হয়ে মামলা করেন। আটক অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নুরুলকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে রংপুর আদালতে পাঠানো হয়।