হোম > অপরাধ

বড় বোন আহত, ছোট বোনকে ধর্ষণের ঘটনায় মামলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মোবাইল ফোনে দুই যুবকের সঙ্গে পরিচয় হয় মৌলভীবাজারের জুড়ী উপজেলার দুই কিশোরী। ঈদের চার দিন পর দুই কিশোরী যুবকদের সঙ্গে বেড়াতে যায় কুলাউড়ার জয়চণ্ডীতে। এ সময় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ধস্তাধস্তির একপর্যায়ে বড় বোন টিলার নিচে পড়ে বিদ্যুতের লাইনে জড়িয়ে ঝলসে যায়। আর ছোট বোনকে সিলেটের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্তরা।

গত শনিবার দুই বোনের সঙ্গে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় বড় বোনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। ছোট বোন রোববার সিলেট থেকে জুড়ীতে ফিরে আসে। পরে সোমবার রাতে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই কিশোরীর একজনের বয়স ১৫ ও অপর জনের ১২ বছর। সম্প্রতি মোবাইল ফোনের মাধ্যমে দুই কিশোরীর সঙ্গে রাসেল ও জীবন নামের দুই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রাসেলের বাড়ি উপজেলার চাটেরা এবং জীবনের বাড়ি পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নে।

৭ মে দুই কিশোরীকে বেড়ানোর কথা বলে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে একটি নির্জন টিলায় নিয়ে যান যুবকেরা। সেখানে জীবন ও রাসেল তাদের অনৈতিক প্রস্তাব দিলে তারা প্রত্যাখ্যান করে। এ সময় জীবন ও রাসেল ওই দুই বোনকে জোরপূর্বক ধর্ষণের জন্য ধস্তাধস্তি চালায়।

একপর্যায়ে বড় বোন টিলার নিচে পড়ে যায়। এতে বিদ্যুতের লাইনে জড়িয়ে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বিদ্যুতায়ন হলে বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে অবস্থার অবনতি ঘটায় হলে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পর রাসেল ও জীবন কিশোরীর ছোট বোনকে ভয়ভীতি দেখিয়ে তুলে নিয়ে যান। ওই কিশোরীর নিখোঁজের ব্যাপারে তার বাবা রোববার জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, ওই কিশোরীকে তার প্রেমিক ধর্ষণ করে রোববার রাতে জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই চত্বরে ফেলে চলে যান রাসেল ও জীবন। খবর পেয়ে স্বজনেরা তাকে সেখান থেকে বাড়ি নিয়ে যান। পরে অসুস্থ অবস্থায় পরদিন তাকে মৌলভীবাজারের সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার কিশোরীদের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের পরিচয় শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!