হোম > অপরাধ

ট্রাক থামিয়ে চাঁদা দাবি, ৯৯৯-এ ফোন দিয়ে রক্ষা

জয়পুরহাট প্রতিনিধি

ব্যবসায়ীরা নীলফামারী থেকে গরু কিনে ট্রাকে করে যাচ্ছিলেন পাবনায়। পথে জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় পৌঁছালে তিন ব্যক্তি লাঠির ইশারায় ট্রাক থামান। এরপর ভয়ভীতি দেখিয়ে আট হাজার টাকা চাঁদা দাবি করা হয়; কিন্তু ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে তাঁদের ট্রাকটিতে আগুন দেওয়ার ভয় দেখানো হয়। তাতেও কাজ না হওয়ায় তাঁদেরকে ঘটনাস্থলের একটি ঘরে আটকে রাখা হয়। তখন জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ ফোন দিয়ে রক্ষা পান গরু ব্যবসায়ীরা। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গরু ব্যবসায়ী আরজু প্রামাণিক বাদী হয়ে বুধবার রাতেই একটি মামলা করেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাট সদরের দস্তপুর গ্রামের আবু হাসনাত (৩০), জেলা শহরের আরামনগর বিশ্বাসপাড়া মহল্লার নাজমুল হক (৩৮) এবং ওই উপজেলার চকগোপাল গ্রামের ফরমান আলী (৪৭)।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরু ব্যবসায়ীদের উদ্ধার করে। এ ঘটনায় গত বুধবার রাতেই থানায় মামলায় আবু হাসনাত ও নাজমুল হক নামের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে গতকাল গ্রেপ্তার করা হয় ফরমান আলীকে। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে আর ব্যবসায়ীরা গরু নিয়ে তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছেন।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ