মাদারীপুরের শিবচরে এক ভ্যানচালককে হত্যার অভিযোগে তাঁর দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নেশার টাকা জোগাড় করার জন্য দুই বন্ধু মিলে হত্যা করেন তাঁকে। এরপর তাঁর ভ্যানটি বিক্রি করে মাদক সেবন ও জুয়া খেলেন তাঁরা।
নিহত ভ্যানচালকের নাম পারভেজ ফকির (২৪)। তিনি উপজেলার চরজানাজাত ইউনিয়নের ফকির রনাই মুন্সিকান্দি গ্রামের মো. বাবুল ফকিরের ছেলে। গ্রেপ্তার দুজন হলেন পারভেজের বন্ধু হৃদয় মাদবর ও আজিজুল মুন্সী।
পুলিশ জানায়, ১৩ অক্টোবর সকালে শিবচরের রহমতউল্লাহ হাওলাদারকান্দি গ্রামে শ্বশুরবাড়ি থেকে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হন পারভেজ। পরদিন ফরিদপুরের ভাঙ্গার গজারিয়া থেকে লাশ উদ্ধার করে ভাঙ্গা থানা-পুলিশ।
এরপর তদন্তে নামে পুলিশ। গত বৃহস্পতিবার শিবচরের সন্ন্যাসীরচর থেকে গ্রেপ্তার করা হয় হৃদয় ও আজিজুলকে। তাঁদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে হত্যার ঘটনা। হৃদয় ও আজিজুল মাদকসেবী ও মাদক কারবারি।
ভাঙ্গা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গান শোনার কথা বলে দুই বন্ধু পারভেজকে ভাঙ্গায় নিয়ে যান। সেখানে তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ ধানখেতে ফেলে দেওয়া হয়। পারভেজের ভ্যানটি স্থানীয় একটি বাজারে ১০ হাজার ১০০ টাকা বিক্রি করে রাতেই তাঁরা ওই টাকা জুয়া খেলে ও মাদক সেবন করে শেষ করেন।