হোম > অপরাধ

জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সদর উপজেলায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। গতকাল রোববার সকাল আটটার দিকে উপজেলার জাগির ইউনিয়নের চর উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরশেদ আলী (৭৫)। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন নিহত আরশেদ আলীর ছোট ছেলে খোরশেদ আলম, তাঁর স্ত্রী রুমা বেগম, বড় ছেলের স্ত্রী সাহেরা বেগম এবং মেয়ের ঘরের নাতি আহাদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চর-উকিয়ারা গ্রামের বাসিন্দা আরশেদ আলীর ছয় বিঘা ফসলি জমি রয়েছে। পাঁচ বছর আগে তাঁর প্রথম স্ত্রী মারা যান। আট মাস আগে আরশেদ আলী দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই তাঁর দুই ছেলে কবির হোসেন ও খোরশেদ আলী তাঁদের নামে জমি লিখে দেওয়ার জন্য বৃদ্ধ বাবাকে নানাভাবে চাপ দিতে থাকেন। এ নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকত। এরই মধ্যে কিছুদিন আগে ১০ শতাংশ জমি স্থানীয় কবরস্থানে দান করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন আরশেদ আলী। এতে ছেলেরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে গতকাল সকাল আটটার দিকে ছেলেদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় আরশেদের। একপর্যায়ে হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁকে বেদম মারপিট করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের স্ত্রী কুলসুম বেগম জানান, শেষ বয়সের জন্য কৃষিজমিটুকু নিজের কাছে রাখতে চেয়েছিলেন আরশেদ আলী। পরকালের কথা ভেবে স্থানীয় কবরস্থানে ১০ শতাংশ জমি দান করতে চেয়েছিলেন। জমি দান করা নিয়ে প্রতিদিন বাড়িতে ছেলেদের সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকত। গতকাল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান বলেন, ‘জমি দলিল করে না দেওয়া, দ্বিতীয় বিয়ে এবং কবরস্থানের নামে জমি দান করে দেওয়ার কারণেই ছেলেরা ক্ষুব্ধ হয়ে আরশেদ আলীকে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ