হোম > অপরাধ

৯৯৯-এ কল, আত্মহত্যার প্রচেষ্টা চালানো দুই নারীকে উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জরুরি সেবা সেল ৯৯৯-এ কল পেয়ে দুই জেলায় আত্মহত্যার চেষ্টাকারী দুই নারীকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা সেলের পরিদর্শক আনোয়ার সাত্তার দুই নারীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। দুই নারীর একজনকে বুধবার সকালে ও অপরজনকে দুপুরে উদ্ধার করা হয়।

আনোয়ার সাত্তার জানান, দুপুরের দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এক নারী ৯৯৯-এ কল করে কান্নাজড়িত কণ্ঠে জানান, তাঁর স্বামী থাকেন সৌদি আরব। তাঁরা প্রেম করে বিয়ে করায় শ্বশুরবাড়ির লোকজন এই বিয়ে মেনে নিতে পারেনি। তাই তাঁকে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করছে শ্বশুরবাড়ির লোকজন। এখন তাঁকে রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়েছে। নিজের বন্দী দশার কথা উল্লেখ করে ওই নারী আরও জানান, তিনি মানসিক ভাবে খুব বিপর্যস্ত। তাঁকে উদ্ধার করা না হলে তিনি ফেসবুক লাইভে এসে গলায় দড়ি দেবেন।

এ সময় ৯৯৯ কল টেকার এএসআই ফেরদৌসকে বেশ বেগ পেতে হয় কান্নায় ভেঙে পড়া ওই নারীকে শান্ত করে তাঁর ঠিকানা জেনে নিতে। 

এরপর এএসআই ফেরদৌস চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানালে ৯৯৯-ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। পরে উদ্ধার করা নারী (২৬) ও তার শ্বশুরকে (৬৫) থানায় নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে নারীর অভিযোগ দায়ের সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার এসআই রুবেল মিয়া।

অপরদিকে, বুধবার সকাল সাড়ে দশটার দিকে কিশোরগঞ্জ সদরের গাইতাল এলাকার এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা সেল ৯৯৯-এ কল করে জানান, তাঁর একটি প্রতিবেশী ভাড়াটিয়া নারী পারিবারিক কলহের জের ধরে ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়ে আছেন।

 ৯৯৯-এর কল টেকার কনস্টেবল শওকত আলী কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ সদর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। পরে কিশোরগঞ্জ সদর থানার এসআই দেলোয়ার ঘটনাস্থলে গিয়ে পঞ্চাশটি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টাকারী নারীকে (২৩) উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করার। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারী জীবিত আছেন। 

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ