হোম > অপরাধ

চুরি হওয়া ব্যাটারিসহ ইউপি সদস্য ও দুজন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর থানা-পুলিশ সাড়ে ১৩ লাখ টাকার চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করেছে। এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার দিবাগত রাতে নেত্রকোনা জেলার কেন্দুয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ব্যাটারি চুরির ঘটনায় উপজেলার বেড়াইদের চালা গ্রামের চায়না লেক পাওয়ার সাপ্লাই বিডি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার আনিছুর রহমান বাদী হয়ে শনিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বাসিন্দা মমতাজ খান, টাঙ্গাইল জেলা সদরের বাসিন্দা সুরুজ মিয়া এবং মো. জামাল। মমতাজ খান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের সদস্য।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ওই কোম্পানির সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ২১১টি অটোরিকশার ব্যাটারি পদ্মা ট্রাভেল এজেন্সির মাধ্যমে পাঠানোর জন্য এজেন্সির মালিক মজিবুর রহমানকে জানানো হয়। এজেন্সির গাড়ি খালি না থাকায় ওই ট্রাভেল এজেন্সির ম্যানেজার ইমরান খান রনি একটি পিকআপ ট্রাক ভাড়া করে দেন। বিকেল ৪টার দিকে ব্যাটারি নিয়ে পিকআপটি রওনা দিলেও নির্দিষ্ট সময়ে বগুড়া জেলার ডিলার আক্তার মেশিনারিজে পৌঁছায়নি। কোম্পানির গেট থেকে বের হওয়ার পরপরই পিকআপটির চালক জামাল এবং ম্যানেজার রনি মোবাইল ফোন বন্ধ করে ফেলেন।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে, চুরি হওয়া ব্যাটারি নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চুরির সঙ্গে জড়িত তিনজনকে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, কোম্পানির অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়