হোম > অপরাধ

মূল সড়কে গাড়ি থামিয়ে পৌর কর আদায়, যানজটে কষ্ট

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার করের চাঁদা মূল সড়কে গাড়ি থামিয়ে আদায় করার অভিযোগ পাওয়া গেছে। গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের কারণে সড়কে তৈরি হচ্ছে যানজট। ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা।

সরকারের স্থানীয় সরকার বিভাগ থেকে টার্মিনাল ছাড়া অন্য কোনো সড়ক বা মহাসড়ক থেকে টোল আদায় না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে কালীগঞ্জে চলছে কর আদায়।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার কালীগঞ্জ পুরাতন ব্যাংকের মোড় এলাকায় প্রধান সড়কে গাড়ি থামিয়ে চালকের কাছ থেকে কর্তব্যরত একজন চাঁদা আদায় করছেন। এতে প্রায়ই ওই স্থানে বড় ধরনের যানজটের সৃষ্টি হচ্ছে। এমনিতেও মোড় এলাকাটি প্রচুর খানাখন্দে পরিপূর্ণ। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। তার ওপর গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের কারণে সৃষ্ট যানজটে বাড়ছে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি।

পথচারী মো. আজহার হোসেন বলেন, ‘তুমলিয়া মিশন এলাকায়  পৌরকর আদায়ের সঙ্গে সংশ্লিষ্টরা রাস্তার মধ্যেই গাড়ি থামিয়ে চাঁদা আদায় করেন। যে কারণে হরহামেশাই যানজট লেগে থাকে।’

কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন বলেন, ‘পৌরকর আসলে আদায় হয় টেন্ডারের মাধ্যমে। এখন যে ইজারাদার এই চাঁদা আদায় করছেন তাঁদের বিষয়ে পূর্ণ খোঁজ নিতে হবে। দেখতে হবে কারা আদায় করছেন। খোঁজখবর নিয়ে আমি এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নিব।’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ