হোম > অপরাধ

কলাবাগানে চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর কলাবাগান থেকে কাজী সাবেরা রহমান লিপি (৪৭) নামে এক চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

আজ সোমবার কলাবাগানের প্রথম লেনের ৫০ / ১ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক ছিলেন। এ ঘটনায় বাসার সাবলেট কানিজ সুবর্ণা, কানিজ সুবর্ণার একজন ছেলে বন্ধু ও দারোয়ান রমজানসহ চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

কলাবাগান থানার এসআই এরশাদুল হক তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বেলা ১১টার দিকে খবর পেয়ে তাঁরা বাসায় যান। হত্যার পর বাসার তোষকে আগুন লাগিয়েও দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেনশাহ মাহমুদ বলেন, বাসায় তিনটি রুম রয়েছে। এক রুমে একাই থাকতেন কাজী সাবেরা। অপর দুইটি রুম ভাড়া দেওয়া ছিলো। সাবলেটের ভাড়াটিয়া কানিজ সুবর্ণা ঈদের পরে বাসায় ফিরলেনও নুরজাহান নামে অপর ভাড়াটিয়া এখনও ফেরেননি। নিহতের পিঠে ও গলায় জখমের চিহ্ন আছে।

বাড়ির মালিক মাহবুব মিয়া জানান, তিনি আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে আসেন।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ