হোম > অপরাধ

গবেষণায় জালিয়াতি: ঢাবিতে নীতিমালা চূড়ান্ত, অধ্যাপক রেবেকার চৌর্যবৃত্তির প্রমাণ মিলেছে

ঢাবি প্রতিনিধি

পিএইচডি গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের অধ্যাপক রেবেকা সুলতানার বিরুদ্ধে প্লেজারিজমের (তথ্য চুরি) অভিযোগ তদন্ত কমিটি গঠন করেছে সিন্ডিকেট। একই সঙ্গে বিনা অনুমতিতে বিদেশে অবস্থান করা ব্যবসায় শিক্ষা প্রশাসনের (আইবিএ) সহকারী অধ্যাপক ক্ষণিকা গোপের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। পাশাপাশি প্লেজারিজম নীতিমালা চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী এ ফোরাম।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি একাধিক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘গবেষণা ও প্রকাশনায় স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করার লক্ষ্যে ‘চৌর্যবৃত্তি (Plagiarism) ’ নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। এ নীতিমালায় গবেষণা নকল বা সামঞ্জস্যের মাত্রা অনুযায়ী সংশোধনের সুযোগ দেওয়া সাপেক্ষে জরিমানা, ডিগ্রি বাতিল ও পদাবনতি, এমনকি চাকরিচ্যুতিসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।’

উপ–উপাচার্য আরও বলেন, ‘আইবিএর একজন শিক্ষক বিনা অনুমতিতে বিদেশে অবস্থান করার অভিযোগ একটি তদন্ত কমিটি করা হয়েছিল। আজ তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। এ নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। দর্শন বিভাগের একজন অধ্যাপকের বিরুদ্ধে গবেষণা জালিয়াতির অভিযোগ রয়েছে, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি সত্যতা পেয়েছে। অধিক তদন্তের জন্য উপ-উপাচার্যকে (শিক্ষা) প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে।’ 

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ‘দ্য রুলস ফর দ্য প্রিভেনশন অব প্লেজারিজম’ শীর্ষক নীতিমালাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। এরপর সেটি ডিনস কমিটির মিটিংয়ে উত্থাপন করার পর আজ সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হয়। 

বিনা ছুটিতে বিদেশে অবস্থান করার অভিযোগে ক্ষণিকা গোপ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। গত ২০ অক্টোবর ই–মেইলের মাধ্যমে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মঈন বরাবর পদত্যাগপত্র দেন বলে জানা যায়।

এদিকে অধ্যাপক রেবেকা সুলতানার বিরুদ্ধে গবেষণা জালিয়াতির অভিযোগের সত্যতা পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, সেটির ভিত্তিতে আজ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!