হোম > অপরাধ

বিএনপি-জামায়াতের ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের অফিসে ভাঙচুরের ঘটনায় বিএনপি ও জামায়াতের ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে রায়পুর থানায় এই মামলা করেন উপজেলার বামনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম।

ওই মামলায় বিএনপি নেতা জাহাঙ্গীর কবির ভূঁইয়া (৩২), হিমেল খান হিমু (৩৭), সফিকুর রহমান ভূঁইয়া (৫০), সফিকুল আলম আলমাস (৪৫), শাহরিয়ার ফয়সাল (২২), ওসমান (৩২), ফাহিম (২০), রফিকুল হায়দার শান্ত (২৪), জুয়েল (২২) ও জামায়াত নেতা ইউসুফ পাটওয়ারীর (৪০) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৪০-১৪৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ১৬ ডিসেম্বর রাতে উপজেলার বামনী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। মুখোশ পরে তাঁরা হামলায় অংশ নেয়। ওই রাতে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।

মামলার বাদী মো. তাজুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ওই রাতে তাঁদের দলীয় কার্যালয়ে ঢুকে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়ায়।

বামনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শামছুল হুদা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগে কোনো কোন্দল নেই। এলাকায় ভীতি ছড়াতে পরিকল্পিতভাবে জামায়াত ও বিএনপির দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হুদা বলেন, তাঁদের দলের কেউ এ ঘটনায় জড়িত না। এরপরও তাঁদের মিথ্যা অভিযোগে হয়রানি করা দুঃখজনক। শুধু রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মামলায় তাঁদের কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা যুবদলের সাবেক সভাপতি সফিকুল আলম আলমাস এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ফয়সাল বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে এমনটি হয়েছে জেনেও তাঁরা মিথ্যা অভিযোগে তাঁদের মামলা দিয়ে হয়রানি করছেন। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও নিন্দনীয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ