হোম > অপরাধ

স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ায় স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যাচেষ্টার পর নিজের শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী। পরে স্থানীয় বাসিন্দারা ওই স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে আশুলিয়ার জিরানী এলাকার আফজাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামীর নাম মোর্শেদ মিয়া (৪০) ও ভুক্তভোগী স্ত্রীর নাম লাইলী বেগম (৩০)। তাঁদের গ্রামের বাড়ি নাটোরে। লাইলী আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। মোর্শেদ ভাঙারির ব্যবসা করেন। ২০০৯ সালে তাঁদের পারিবারিকভাবে বিয়ে হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জেরে স্বামী মোর্শেদ ধান কাটার কাস্তে দিয়ে স্ত্রীকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। পরে নিজের শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। লাইলীকে পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার পুলিশ উপপরিদর্শক কায়সার হামিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর পরকীয়া সন্দেহের জেরে মোর্শেদ তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেন। পরে মোর্শেদ তাঁর নিজের শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। মোর্শেদ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!