হোম > অপরাধ

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের দাবি

প্রতিনিধি ( উখিয়া) কক্সবাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, অপরাধ দমন, ক্যাম্প কেন্দ্রিক ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধের দাবিতে কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা।

গতকাল মঙ্গলবার আমরা কক্সবাজারবাসী নামে একটি সংগঠনের ব্যানারে উখিয়া সদরের প্রধান সড়কে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।

আমরা কক্সবাজারবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এতে সভাপতিত্ব করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মহসিনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ এখন হুমকির মুখে। বিশেষ করে স্থানীয় বাসিন্দারা সশস্ত্র রোহিঙ্গাদের নিকট জিম্মি হয়ে পড়ে। তাদের দ্রুত স্বদেশে পাঠানো ছাড়া বিকল্প নেই।

সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, রোহিঙ্গারা কক্সবাজার জেলাসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ কারণে অপহরণ, খুন, ছিনতাই, ডাকাতি বেড়ে গেছে। ফলে পর্যটকেরা কক্সবাজার ভ্রমণে নিরুৎসাহিত হচ্ছে। এ ছাড়া রোহিঙ্গারা ব্যবসা-বাণিজ্যে লিপ্ত। তারা দেশ থেকে কোটি টাকা পাচার করছে।

অনতিবিলম্বে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিকভাবে কূটনৈতিক তৎপরতা বাড়াতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয় কর্মসূচি থেকে।

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার