গঙ্গাচড়ার বড়াইবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এসএসসি প্রস্তুতি পরীক্ষার নামে আদায় করা অতিরিক্ত ফি শিক্ষার্থীদের ফেরত দেওয়া হয়েছে। গতকাল রোববার বিদ্যালয়ে গেলে শিক্ষার্থীরা এই তথ্য জানান।
পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নিয়ে ২ এপ্রিল আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় ১৫৭ শিক্ষার্থীর অতিরিক্ত ফির টাকা ফেরত দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন।
শিক্ষার্থীরা জানান, পত্রিকায় খবর প্রকাশের পর প্রধান শিক্ষক গত বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে ২০০ টাকা করে ফেরত দেন।
অভিভাবক লাভলু ইসলাম বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের মাধ্যমে এসএসসি প্রস্তুতি পরীক্ষার নামে ৫০০ টাকা করে ফি নেন। পরে পত্রিকায় খবর প্রকাশ হলে গত বৃহস্পতিবার আলমগীর স্যার বাচ্চাদের স্বাক্ষর নিয়ে ২০০ টাকা করে ফেরত দেন।’
টাকা ফেরত দেওয়ার বিষয়ে প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘বাচ্চাদের মতামত নিয়েই আমরা প্রস্তুতি পরীক্ষা নিয়েছিলাম। তাদের মতামত নিয়েই আমরা ৫০০ টাকা করে ফি নির্ধারণ করি। পরে তারা আপত্তি করলে আমরা ২০০ টাকা করে ফেরত দেই।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম বলেন, ‘পত্রিকায় খবর প্রকাশের পর ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) স্যারের নির্দেশে আমি প্রধান শিক্ষকে অতিরিক্ত ফি হিসেবে নেওয়া টাকা ফেরত দিতে বলি।’