হোম > অপরাধ

দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের বিরুদ্ধে দমন-নিপীড়নের অভিযোগ এনে তাঁদের পতনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। 

আজ বৃহস্পতিবার দুপুরে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই অনুষ্ঠানের আয়োজন করে। 

এটা কোন সভ্য দেশ?-এমন প্রশ্ন রেখে তিনি বলেন, 'এভাবে চলে না। পৃথিবীর কোনো দেশে এ রকম কর্তৃত্ববাদী সরকার দীর্ঘকাল টিকে থাকতে পারে না। এরা তো পাকিস্তানিদের চেয়েও খারাপ। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এদের (সরকার) পরাজিত করতেই হবে।' 

ফখরুলের অভিযোগ, দেশে কর্তৃত্ববাদী একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখানে ভয়ে কেউ কিছু বলতে পারে না, লিখতে পারে না। বিরোধী দল যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, যাতে জনগণের কথা বলতে না পারে, যাতে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে, সেজন্যই দমনমূলক নিপীড়ন চালানো হচ্ছে। 

এর আগে গত মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানে ঢাকা মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি শ্রদ্ধা নিবেদন করতে আসে। সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির অনেক নেতা কর্মী আহত ও গ্রেপ্তার হন। বৃহস্পতিবারও চন্দ্রিমা উদ্যানের কর্মসূচিতে বাঁধে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল। এ কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তার দাবি। 

এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সরকার জমায়েত সহ্য করতে পারে না। যেকারণে এমন আচরণ করা হচ্ছে। 

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে