ঢাকা: চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ৮ জুলাই তারিখ ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ তারিখ ধার্য করেন।
গতকাল সোমবার ঢাকার সাভার থানায় পরীমণি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। আজ মামলার এজাহার আদালতে পাঠানো হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ কামরুন নাহার এজাহারটি গ্রহণ করে প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেন।
গত সোমবার একদিকে সাভার থানায় পরীমণি মামলা করেন অন্যদিকে ঢাকার উত্তরা থেকে নাসির উদ্দিনসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের গ্রেপ্তারের সময় মাদকদ্রব্য উদ্ধার হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করা হয়। এতে নাসির উদ্দিনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরীমণির দায়ের করা ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ড শেষ হওয়ার পর নাসির উদ্দিন ও অমিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।