হোম > অপরাধ

চাকরির কথা বলে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফাঁদে ফেলা হতো চাকরিপ্রত্যাশীদের। তারপর টাকার বিনিময়ে দেওয়া হতো ভুয়া নিয়োগপত্র। এভাবে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আস্থা গেটওয়ে লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এমন জালিয়াতির পর গত বুধবার সিআইডির হাতে ধরা পড়েছেন ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল আমিন এবং ব্যবস্থাপনা পরিচালক এমডি হারুনর রশীদ বাদল।

সিআইডি কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসেন জানান, চাকরিপ্রার্থীদের জাল নিয়োগপত্র দিয়ে এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত টাকা নিত ওই প্রতিষ্ঠানটি। বুধবার ভাটারা এলাকা থেকে আল আমিন ও হারুনর রশীদকে গ্রেপ্তারের সময় পালিয়ে গেছে এই চক্রের আরও তিনজন। তাদের নামে ভাটারা থানায় মামলা হয়েছে।

সিআইডি কর্মকর্তা আরও জানান, যেসব নিয়োগে সাধারণত সরকারিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় না, সেসব চাকরি জন্য তাঁরা নিয়োগ বিজ্ঞপ্তি দিতেন। কারণ কেন্দ্রীয়ভাবে যেসব বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেগুলো সবাই জানে। বিজ্ঞপ্তির পর ওই চক্রের কয়েকজন ফোন নম্বর ও ঠিকানা নিয়ে চাকরিপ্রত্যাশীর সঙ্গে যোগাযোগ করতেন। আস্থা অর্জনে নিয়োগপত্রে স্থানীয় সাংসদের স্বাক্ষর নকল করে প্রলোভন দিতেন। এরপর ভুক্তভোগীরা নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগদান করতে গেলে জানতে পারতেন পুরো বিষয়টিই ভুয়া।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, চাকরিপ্রার্থীদের আবেদন ফরম, নিবন্ধন ফরম, জীবনবৃত্তান্তসহ বেশকিছু জিনিস জব্দ করা হয়।

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!